হোসেন শহীদ সোহ্রাওয়ার্দী
- এডিট ডেস্ক
- Dec 5, 2021
- 1 min read
Updated: Oct 10, 2022
স্যার হোসেন শহীদ সোহ্রাওয়ার্দীর জন্ম সেপ্টেম্বর ৮, ১৮৯২ এবং মৃত্যু ডিসেম্বর ৫ ১৯৬৩। তিনি একজন বিখ্যাত বাঙ্গালী রাজনীতিবিদ ও আইনজীবী ছিলেন। গণতান্ত্রিক রীতি ও জনমতের প্রতি গভির শ্রদ্ধাশীল ছিলেন তিনি, সেজন্য ‘গণতন্ত্রের মানসপুত্র’ বলা হত তাঁকে।

বর্তমান পশ্চিম বঙ্গের মেদিনীপুরের এক সম্ভ্রান্ত পরিবারে তার জন্ম। কলকাতা হাইকোর্টের খ্যাতনামা বিচারক বিচারপতি স্যার জাহিদ সেহরাওয়ার্দির কনিষ্ঠ সন্তান ছিলেন তিনি। তৎকালীন ভারতবর্ষের সম্ভ্রান্ত মুসলিম পরিবারের প্রথা তাঁর পরিবারের সদস্যবর্গ। কিন্তু সোহরাওয়ার্দি নিজ উদ্যোগে বাংলা ভাষা শিখেন এবং বাংলার চর্চা করেন। সেন্ট জেভিয়ার্স কলেজে শিক্ষাজীবন শুরু করেন কলকাতা আলিয়া মাদ্রাসায় শিক্ষাজীবন শুরু করার পর। এরপর তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় হতে আরবি ভাষা এবং সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। পরবর্তিতে ১৯১৩ সালে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে তিনি বিজ্ঞান বিষয়ে সম্মানসহ স্নাতক অর্জন করেন। এছাড়া এখানে তিনি আইন বিষয়েও পড়াশোনা করেন এবং ‘ব্যাচেলর অব সিভিল ল’ (বি. সি. এল.) ডিগ্রী অর্জন করেন। ১৯১৮ সালে গ্রে’স ইন হতে বার এট ল ডিগ্রী অর্জন করেন। এরপর ১৯২১ সালে কলকাতায় ফিরে এসে আইন পেশায় নিয়োজিত হন।
১৯২০ সালে তিনি বেগম নেয়াজ ফাতেমাকে বিয়ে করেন। বেগম নেয়াজ ফাতেমা ছিলেন তৎকালীন ব্রিটিশ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী স্যার আবদুর রহিমের কন্যা। ১৯২২ সালে তিনি মারা যান। তার দ্বিতীয় স্ত্রী ছিলেন
পোলিশ বংশোদ্ভূত রাশিয়ান অভিনেত্রী বেগম বীরা সোহরাওয়ার্দী।
স্বাস্থ্যগত কারণে ১৯৬৩ সালে দেশের বাইরে যান এবং লেবাননের রাজধানী বৈরুতে অবস্থানকালে ডিসেম্বর, ১৯৬৩ তে তিনি মারা যান। তার মৃত্যু অনেকের কাছে রহস্যমন্ডিত।
স্যার হোসেন শহীদ সোহরাওয়ার্দীর একটি বিরল সাক্ষাৎকারঃ
শব্দঃ ২১৪
তথ্যসুত্র ও ছবিঃ
- নেট
- https://www.kishorgonj.com/হোসেন-শহীদ-সোহ্%E2%80%8Cরাওয়ার্/
- উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
Comments