top of page

The beautiful sculpture by the talented Mr Kuasha Bindu

আমার শহর
পাল

প্রাচীন থেকে বর্তমান

আমার শহর বহু শতাব্দী ধরে লালিত এক পুরানো ঐতিহাসিক স্থান। প্রাচীন কাল থেকেই এই অঞ্চলটি পাল, দাস, চেদি, চন্ডাল ইত্যাদি দ্বারা শাসিত ছিল।এমন কি আরো প্রাচীন, প্রায় দুই হাজার দুইশত বছর আগেও এই গড় অঞ্চলে  মৌর্য সম্রাট অশোকের রাজত্ব প্রতিষ্ঠিত হওয়ার প্রমান আছে।

 

চোদ্দশো থেকে উনিশ্ শতক পর্যন্ত গাজী এবং ভাওয়াল দের দ্বারা শাসিত হওয়ার সময় এই অঞ্চলের প্রতিপত্তি হয়ে উঠেছিল অবিশ্বাস্য এবং সমরাস্ত্র কিংবা যুদ্ধক্ষেত্রে ছিলো অপ্রতিদ্বন্দ্বী। এরপর ভাষা আন্দোলনে উল্লেখযোগ্য ভুমিকা রেখে উনিশ শতকের গোড়ার দিকে ব্রিটিশ ও পাকিস্তান আমলে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে বীরত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আমার শহর । ১৯শে মার্চ  পাক বাহিনীর বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধের মাধ্যমে স্বাধীনতা যুদ্ধের সূত্রপাত ঘটেছিলো এই জেলা শহর থেকে এবং দীর্ঘ ৯মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর স্বাধীন হয়েছিলো বাংলাদেশ ।

ইতিহাস ও ঐতিহ্যের সমাহারে অপার সম্ভাবনায় ভরপুর আমার বর্তমান আধুনিক জেলা শহরটি।গভীর বনাঞ্চল আর চমৎকার প্রাকৃতিক দৃশ্যাবলী, বন, নদী, বিল ,ঐতিহাসিক স্থান, বিনোদন কেন্দ্র, শপিং সেন্টার, খেলাধুলার জন্য বড় মাঠ এবং শিশুপার্ক নিয়ে সয়ংসম্পুর্ন এই অঞ্চল। আধুনিক সকল চিকিৎসা এখানে সহজলভ্য। জাতীয় ও আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলো এই শহরের গর্ব। ডিজিটাল শিক্ষা ও  প্রযুক্তি এখন স্কুল,কলেজ সহ সব রকমের প্রতিষ্ঠানগুলোতে।  

দর্শনীয় স্থান

আমার শহর এর সাথে ডিজিটাল মার্কেটিং এর পাওয়ার আনলক করুন

গুগল সার্চ কনসোলে ভালো স্থানে আসার জন্য ডিজিটাল মার্কেটিং এর নিয়ম কানুন মেনে এই ওয়েবসাইট। গুগল রাঙ্কিং এ  আমার শহর/amarsohor বর্তমানে প্রথম স্থানে আছে। কন্টেন্টগুলোতে সংযোজন ও সংশোধন চলছে প্রতিনিয়ত সুতরাং সঠিক বানান ও গ্রামাটিকাল ভুল দৃষ্টিগোচর হলে কমেন্টস বা ই-মেইলে আমাদের জানান। শিক্ষানবিশ ডিজিটাল মার্কেটারদের প্রশিক্ষনের জন্য এই সাইটের প্রতিটি বিভাগ উপকারে আসবে। আমাদের লেখা কন্টেন্ট গুলো স্টাডি করে নিজে লিখা শুরু করুন। 

এই সাইটে প্রতিটি কন্টেন্টঃ  

- বাংলা ও ইংরেজী দুই ভার্সনেই লেখা 

- ১০০% ইউনিক যা প্লাগারিজমে চেক করা

- সর্বমোট শব্দের সংখ্যা দেখানো।

- গ্রামারলি ব্যবহারে সঠিক ইংরেজি লেখা

- ইত্যাদি 

প্রতিটি কনটেন্ট ইউনিক করার জন্য বিভিন্ন আপ্যাস, টুলস ও সফটওয়্যার ব্যাবহার করে যেসব ধাপগুলো পার হয়ে আসা লেগেছেঃ  

- ওয়েবসাইট অডিট

- কি ওয়ার্ড রিসার্চ

- কম্পিটিটর এনালাইসিস

- অপটিমাইজেশন

- ইত্যাদি 

 

আমরা জানি এটা একটা কন্টিনিউয়াস প্রসেস এবং গুগলে এই রেজাল্ট ধরে রাখতে হলে প্রতিনিয়ত নতুন কন্টেন্ট আপলোড, কি ওয়ার্ড আপডেট সর্বপরি ডিজিটাল মার্কেটিং এর প্রতিটি বিভাগে নিয়মিত কাজ করে যেতে হবে । সেজন্য ডিজিটাল মার্কিটিং লাভাররা উপভোগ করুন এবং সঙ্গে থাকুন, সাইটটি আপনাদের প্রাকটিক্যাল অনুশীলনে কাজে লাগবে। 

 

প্লিজ ফলো & সাবস্ক্রাইব । 

#amarsohordhaka #amarsohor #digitalmarketing #websiteaudit #keywordresearch #googleranking

bottom of page