top of page

বাংলার বাঘ শেরে বাংলা এ কে ফজলুল হক

Updated: Jun 16, 2023

শেরে বাংলা
বাংলার বাঘ শেরে বাংলা এ কে ফজলুল হক
অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী , বাংলার বাঘ শেরে বাংলা, হক সাহেব খ্যাত আবুল কাশেম ফজলুল হক উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ ছিলেন। বাংলার জাতীয় মহান এ নেতার জন্ম ২৬ অক্টোবর ১৮৭৩ বরিশাল জেলার রাজাপুর থানার সাতুরিয়া গ্রামে এবং মৃত্যু ১৯৬২ সালের ২৭ এপ্রিল । আদি পৈতৃক নিবাস পটুয়াখালী জেলার বাউফল উপজেলায়। তিনি কাজী মুহম্মদ ওয়াজেদ এবং সাইদুন্নেসা খাতুনের একমাত্র পুত্র ছিলেন।

অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী শেরে বাংলা এ কে ফজলুল হক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চেয়ে ৪৭ বছরের বড় ছিলেন । বঙ্গবন্ধুর রাজনীতিতে হাতেখড়ি হয়েছিল শেরে বাংলার হাত ধরে । ইতিহাসবিদদের মতে ১৯৪০ সালে প্রখর ক্ষুরধার রাজনৈতিক এই ব্যক্তিত্তবের লাহোর প্রস্তাবই ছিল পরবর্তিতে ভারত ভাগের মুল ভিত্তি । বঙ্গবন্ধুর "অসমাপ্ত আত্মজীবনী" পড়লেই বোঝা যায় বাংলার ইতিহাসে শেরে বাংলা এ কে ফজলুল হক কতটা জনপ্রিয় নেতা ছিলেন।বঙ্গবন্ধু লিখেছেন , একদিনের কথা মনে আছে, রাত দুইটা পর্যন্ত বাবার সাথে রাজনীতির আলোচনা করি। আমার আলোচনা শুনে খুশি হলেন বাবা এবং বললেন, শেরে বাংলা এ. কে. ফজলুল হক সাহেবের বিরুদ্ধে কোন ব্যক্তিগত আক্রমন করবে না । একদিন আমার মা’ও আমাকে বলেছিলেন, ‘বাবা যাহাই কর, হক সাহেবের বিরুদ্ধে কিছুই বলিও না।"শেরে বাংলা মিছামিছিই ‘শেরে বাংলা’ হন নাই। বাংলার মাটিও তাকে ভালোবেসে ফেলেছিল।


এত বছর পরেও এইত সেদিন ২০০৪ এ বিবিসি বাংলার সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি নামক এক জরিপে চতুর্থ স্থানে ছিলেন এ কে ফজলুল হক অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী।

শেরে বাংলা
শেরে বাংলা

রাজনৈতিক মহল এবং সাধারণ মানুষের নিকট ‘শেরে বাংলা’ এবং ‘হক সাহেব’ নামে পরিচিত এই মহান ব্যক্তিত্ব। জীবদ্দশয়ায় অনেক রাজনৈতিক পদেই আসীন হয়েছিলেন তিনি। এরমধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো- কলকাতার মেয়র (১৯৩৫), অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী (১৯৩৭ – ১৯৪৩), লাহোর প্রস্তাব (১৯৪০), পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী (১৯৫৪), পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রী (১৯৫৫), পূর্ব পাকিস্তানের গভর্নর (১৯৫৬ – ১৯৫৮)। যুক্তফ্রন্ট গঠনে প্রধান নেতাদের মধ্যে তিনি ছিলেন অন্যতম।


বাংলার বাঘ শেরে বাংলা'র বিখ্যাত কিছু উক্তি

“যে জাতি তার বাচ্চাদের বিড়ালের ভয় দেখিয়ে ঘুম পাড়ায়, তারা সিংহের সাথে লড়াই করা কিভাবে শিখবে?”
“ লাঙ্গল যার জমি তার ”
“আপনি যদি কোন ভালো কাজ করেন তাহলে লোকে আপনার সমালোচনা করবে।”
 

শব্দঃ ৩১৩

ছবি ও তথ্যসূত্রঃ নেট

 


Komentáře


bottom of page