সৈয়দা জোহরা তাজউদ্দীন
- এডিট ডেস্ক
- Nov 23, 2021
- 1 min read
Updated: Oct 10, 2022
একজন রত্নগর্ভা মহীয়সী মা। শহীদ হাফেজ মোহাম্মদ বঙ্গতাজ তাজউদ্দীন আহমদ এর সহধর্মিনী তিনি।

জন্ম ১৯৩২ সালের ২৪ ডিসেম্বর । মৃত্যুবরন করেন ২০১৩ সালের ২০ ডিসেম্বর। ১৯৫৯ সালে বাংলাদেশের প্রথম প্রধান মন্ত্রী তাজউদ্দীন আহমদের সঙ্গে তার বিয়ে হয়। তাদের চার ছেলেমেয়ে, তারা হলেন শারমিন আহমদ রিতি (বড় মেয়ে) সিমিন হোসেন রিমি (মেজো মেয়ে), মাহজাবিন আহমদ মিমি (কনিষ্ঠা মেয়ে) ও তানজিম আহমেদ সোহেল তাজ(কনিষ্ঠ পুত্র)।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় আইয়ুব বিরোধী আন্দোলনের একজন সক্রিয় কর্মী হিসেবে ১৯৫৮ সালে রাজনীতিতে প্রবেশ করেন । ১৯৬৮ সালে রাজবন্দী সাহায্য কমিটির যুগ্ম- আহব্বায়ক নির্বাচিত হন। ১৯৭৫ সালের ১৫ ই আগষ্ট আর ৩ রা নভেম্বর জেলহত্যা দিবসের মধ্য দিয়ে যখন বাংলার আকাশে বাতাসে দুর্যোগের ঘনঘটা, স্বৈরশাসনের বীজ বপনের চক্রান্ত হচ্ছিল এবং বাংলাদেশ আওয়ামী লীগের নাম উচ্চারণ করার সাহস যখন কেউ পেতোনা পাকিস্তানি এজেন্ট খ্যাত এ দেশীয় হায়নাদের জন্য, ঠিক তখনই এই মহিয়সী মা আওয়ামীলীগের হাল ধরেন।

১৯৭৭ সালে দলের আহব্বায়ক নির্বাচিত হন । সেই সামরিক স্বৈরশাসনের বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামীলীগকে পুর্ণগঠন ও পুনরুদ্ধদারে অগ্রণী ভুমিকা পালন করেন । ১৯৮১ সালে —বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে নির্বাসন হতে দেশে ফিরিয়ে এনে সভাপতির আসনে অধিষ্ঠিত করে মৃত্যুর আগ পর্যন্ত নিরলস ভাবে সভাপতি মন্ডলীর দায়িত্ব পালন করেন।
শব্দঃ ১৮৩
লেখা ও ছবিঃ উইকিপিডিয়া, নেট থেকে সংগৃহীত ।
Comments