top of page

শহীদ ডাঃ মিলন

Updated: Oct 10, 2022

শামসুল আলম খান মিলন এর মৃত্যুকে স্বৈরাচার বিরোধী আন্দোলনে একটি মহান আত্মত্যাগ বলে মনে করা হয়। মৃত্যুকালে তিনি বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের তৎকালীন যুগ্ম-মহাসচিব , পেশায় চিকিৎসক এবং ঢাকা মেডিকেল কলেজের শিক্ষক হিসাবে নিয়োজিত ছিলেন।
 

ডা. মিলনের জন্ম ১৯৫৭ খ্রিষ্টাব্দের ২১ আগস্ট ঢাকায়। তিনি ডাক্তারী পেশায় যোগ দেন ১৯৮৩ খ্রিষ্টাব্দে এমবিবিএস ডিগ্রী লাভ করে।


১৯৯০ খ্রিষ্টাব্দের ২৭শে নভেম্বর স্বৈরশাসন বিরোধী আন্দোলনের সময় তৎকালীন এরশাদ সরকারের সমর্থিত সন্ত্রাসীদের গুলিতে ডা: শামসুল আলম খান মিলন নিহত হন। এই শোকাবহ ঘটনার স্মরনে ১৯৯১ খ্রীস্টাব্দ থেকে প্রতি বছর শহীদ ডা. মিলন দিবস উদযাপিত হয়ে আসছে। ডা. মিলনের মধ্য দিয়ে তখনকার স্বৈরাচারবিরোধী আন্দোলনে নতুন গতি সঞ্চারিত হয়। এবং অল্প কয়েক সপ্তাহের মধ্যে এরশাদ সরকারের পতন ঘটে।


তাঁর স্মরনে বাংলাদেশ ডাক বিভাগ ২ টাকা মূল্যমানের একটি ডাক টিকিট প্রকাশ করে। শ্রদ্ধা স্বরূপ নির্মিত হয়েছে "নিঝুম" নামে স্মৃতিস্তম্ভ ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের দক্ষিণ-পূর্ব কোণে এবং ঢাকা মেডিকেল কলেজের ছাত্রীদের একটি হলের নাম রাখা হয় 'ডা. মিলন হল' এবং ইন্টার্নি ডাক্তারদের হোস্টেলের নামকরণ করা হয় ‘শহীদ ডা. মিলন ইন্টার্নি হোস্টেল’।

 

শব্দঃ ১৬০

তথ্যসূত্র লিঙ্কঃ http://www.nokkhotro.com , উইকিপিডিয়া

 



Comments


bottom of page