ভাওয়াল কলেজ
- এডিট ডেস্ক
- Dec 25, 2019
- 1 min read
Updated: Jun 4, 2023
গাজীপুর জেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ, যা ভাওয়াল কলেজ নামে অধিক পরিচিত। কলেজটির প্রতিষ্ঠাতা হলেন জনাব বদরে আলম এবং কলেজটির প্রথম অধ্যক্ষ ছিলেন জনাব কে এম আব্দুস সালাম।


গাজীপুর জেলার শিক্ষানুরাগীদের ঐকান্তিক প্রচেষ্টায় অত্র এলাকায় উচ্চ শিক্ষা বিস্তারের লক্ষ্যে প্রথম “ ভাওয়াল কলেজ” নামে উক্ত কলেজটি প্রতিষ্ঠিত হয় ১৯৬৭ সালে । ২০.৩৬ একর (খেলার মাঠ ছাড়া)জায়গা নিয়ে গাজীপুর চৌরাস্তার নিকটবর্তী ঢাকা- টাঙ্গাইল মহাসড়কের পাশে কলেজটি অবস্থিত।কলেজের প্রধান ক্যাম্পাসের পিছে অর্থাৎ উত্তর পাশে ৬৫ বিঘার সুবিশাল দিঘির চার পাড় জুড়ে বিভিন্ন ফলজ ও ঔষধি গাছ গাছালিতে পরিবেষ্টিত মনমুঘধকর পরিবেশ অবস্থিত। মোঘল আমলে স্মৃতি বহন করছে এই বিশাল দিঘি।১৯৮০ সালে একে সরকারী কলেজ হিসেবে ঘোষণা করা হয়।
শব্দঃ ১১৩
তথ্যঃ নিজস্ব
ছবিঃ নেট
Comments