top of page

পদ্মা সেতু

Updated: Jun 16, 2023

স্বাধীন বাংলাদেশের রাজধানী ঢাকার সাথে সমগ্র দেশের সড়ক পথে যোগাযোগের নেটওয়ার্ক স্থাপনের জন্য খরস্রোতা যমুনা পদ্মা নদী ছিলো প্রধান দুই প্রতিবন্ধকতা এবং চেলেঞ্জ। স্বাধীনতা পরবর্তী ৫০ বছর পেরিয়ে গেলেও নিজেদের অর্থনৈতিক সক্ষমতা দেখানোর মত দুঃসাহস বাংলাদেশ কখনই দেখাতে পারেনি । বড় বাজেটের প্রকল্পগুলো সবসময়ই ছিলো বৈদেশিক ঋণ নির্ভর ।


১৯৯৮ সালে বঙ্গবন্ধু সেতু নির্মানে যমুনা নদীর পূর্ব তীরের ভূঞাপুর এবং পশ্চিম তীরের সিরাজগঞ্জকে সংযুক্ত করে দেশের পূর্ব এবং পশ্চিমাঞ্চলের সাথে সুদৃঢ় সড়ক যোগাযোগ স্থাপনের পর দেশবাসীর একমাত্র চাওয়া ছিল পদ্মা সেতু ,যার মাধ্যমে মুন্সীগঞ্জের লৌহজংয়ের সাথে জাজিরা শরীয়তপুর, শিবচর ও মাদারীপুর জেলাকে যুক্ত করা যাবে।

পদ্মা সেতু
রাতে পদ্মা সেতু

বিশ্ব ব্যাংক ও দাতা সংস্থাদের হাজারটি নিয়ম নীতি মেনে পদ্মা সেতুর মেগা প্রকল্পে সকল রকমের সম্ভাব্যতা যাচাই বাছাইয়ের পর বিশাল বাজেটের এই প্রকল্পে অর্থ সহায়তা ও জোগানদাতাদের সাথে কার্যক্রমের এক পর্যায়ে দূর্নিতিও অনিয়মের অভিযোগ এনে ১২০ কোটি ডলারের ঋণ সহায়তার অঙ্গীকারনামা বাতিল করে বিশ্বব্যাংক। এ ধরনের প্রকল্পের নিয়ম রীতি অনুযায়ী প্রধান ঋণদাতা চলে যাওয়ায় একে একে অন্যান্য সাহায্য সস্থাগুলোও এডিবি, জাইকা ও আইডিবিও চলে যায়।

এতবড় অভিযোগ আর অপমানের বোঝা মাথায় নিয়ে ভেঙ্গে না পড়ে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের ঘোষণা দেন প্রধানমন্ত্রী । ক্ষুধা-দারিদ্র ও অর্থনৈতিক যে মুক্তির স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান , সেই স্বপ্ন কি আজ সত্যই বাস্তবায়ন হতে যাচ্ছে তাঁরই সুযোগ্য কন্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরে !!

বাংলাদেশের ইতিহাসে সব চেয়ে চ্যালেঞ্জিং নির্মাণ প্রকল্প হিসেবে বিবেচিত পদ্মা সেতুর কাজ শুরু হয়

২৬ নভেম্বর, ২০১৪ । দুই স্তর ইস্পাত ও কংক্রিট দিয়ে নির্মিত এই সেতুর উপরের স্তরে চার লেনের সড়ক পথ এবং নিচের স্তরে একটি রেলপথ রয়েছে।

অতঃপর এলো সেই শুভক্ষন । বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে ২৩ জুন ২০২২। এই দিন বাংলাদেশের প্রধানমন্ত্রী মাওয়া প্রান্ত দিয়ে টোল প্রদান করে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে পদ্মা সেতুতে আরোহণ করেন এবং এর মাধ্যমে সেতুটি উদ্বোধন করেন। পদ্মাসেতু আর স্বপ্ন নয়। এটি এখন প্রতি বাংলাদেশীর কাছে এক গৌরবোজ্জ্বল সোনালী অহংকার।

 

শব্দঃ ২৯৮

ছবি ও তথ্যঃ নেট

 

留言


bottom of page