কাপ্তাই হ্রদের ভুলে যাওয়া ইতিহাস
- এডিট ডেস্ক
- Oct 8, 2022
- 1 min read
Updated: Jun 16, 2023
কাপ্তাই বাংলাদেশের একমাত্র কৃত্রিম হ্রদ । ১৯৫৬ সালে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের রাঙামাটি জেলায় পানি বিদ্যুত কেন্দ্র তৈরীর জন্য কর্ণফুলী নদীর উপর বাঁধ নির্মাণ করা হয়, ফলে বিস্তীর্ণ অঞ্চল পানিতে ডুবে গিয়ে হ্রদের সৃষ্টি হয়, যা কাপ্তাই হ্রদ বা লেক নামে সুপরিচিত ।

আমেরিকার অর্থায়নে তৎকালীন পাকিস্তান সরকার ১৯৫৬ সালে এই প্রকল্পের নির্মান কাজ শুরু করে ১৯৬২ সালে শেয করে। বর্তমানে এখানে মোট পাঁচটি ইউনিট থেকে প্রায় ২৩০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ হয় জাতীয় গ্রিডে।

প্রায় ৫৪ হাজার একর কৃষি জমি ছাড়াও সরকারি সংরক্ষিত বনের ২৯ বর্গমাইল এলাকা ও অশ্রেণীভুক্ত ২৩৪ বর্গমাইল বনাঞ্চলও ডুবে যায়। তলিয়ে যায় পুরাতন চাকমা রাজবাড়িটিও । প্রায় ১৮ হাজার পরিবারের মোট এক লাখ মানুষ বাস্তুচ্যূত হয়। যে কারনে এই লেক কে কান্নার হ্রদও বলা হয়ে থাকে।
কাপ্তাই লেককে ঘিরেই রাঙামাটি জেলার পর্যটন শিল্প গড়ে উঠেছে। পাহাড় পর্বতে ঘেরা অপুর্ব সুন্দর এই অঞ্ছলটি দেশের অন্যতম দর্শনীয় স্থান। ঝুলন্ত ব্রিজ, ট্রলারে করে শুভলং জলপ্রপাত দেখা , নতুন চাকমা রাজবাড়ি, শহরের অদুরেই রাজবন বিহার ইত্যাদি পূণার্থী এবং পর্যটকদের অন্যতম আর্কষনীয় স্থান।

শব্দঃ ১৬০
তথ্য ও ছবিঃ নেট
Comentarios