নূর হোসেন দিবস
- এডিট ডেস্ক
- Nov 10, 2021
- 1 min read
Updated: Dec 29, 2021
আজ ১০ নভেম্বর, ‘শহীদ নূর হোসেন দিবস’। ১৯৮৭ সালের এ দিনে নূর হোসেনের রক্তে রঞ্জিত হয়েছিল মহানগর ঢাকার রাজপথ।

তৎকালীন স্বৈরাচারী শাসক এরশাদের বিরুদ্ধে সচিবালয়ের সামনে শহরবাসীর অবস্থান ধর্মঘট কর্মসূচি চলছিলো। সমাবেশ শুরুর সঙ্গে সঙ্গে শুরু হয় পুলিশের লাঠিচার্জ, টিয়ার গ্যাস নিক্ষেপ। এক পর্যায়ে বুকে "স্বৈরাচার নিপাত যাক" এবং পিঠে "গণতন্ত্র মুক্তি পাক" স্লোগান লিখা নূর হোসেন পুলিশের গুলিতে মারাত্মক আহত হন।
গুলিবিদ্ধ নূর হোসেনকে হাসপাতালে নেওয়ার সময় রিকশা থেকে নামিয়ে পুলিশ গাড়িতে তুলে নেয় এনং মৃত্যু যন্ত্রণায় ছটফট করা নূর হোসেনকে একজন পুলিশ সদস্য পায়ের বুট দিয়ে বুকের উপর চেপে ধরে। এমন নিষ্ঠুরভাবে সেদিন নূর হোসেনকে হত্যা করে। নূর হোসেনের এই আত্মত্যাগ তৎকালীন এরশাদ বিরোধী স্বৈরশাসনের বিরুদ্ধে গণতন্ত্রকামী মানুষের আন্দোলনকে বেগবান করেছিল।পুলিশের গুলিতে সেইদিন আরও দুইজন নিহত হয়েছিল। দিনটিকে প্রথমে "ঐতিহাসিক ১০ নভেম্বর" হিসেবে পালন করা হলেও, আওয়ামী লীগ দিনটিকে "নূর হোসেন দিবস" হিসেবে পালন করতে শুরু করে। ১৯৬১ সালে বরিশালে জন্ম তাঁর। জীবিকার সন্ধানে ঢাকা এসে অটো রিকশা চালাতেন তিনি ।
১৯৯৬ সালে এরশাদ, নূর হোসেনের মৃত্যুর জন্য জাতীয় সংসদে আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা করেন। শহীদ নূর হোসেন দিবস বাংলাদেশের একটি জাতীয় দিবস।
শব্দঃ ১৭৩
সূত্র: উইকিপিডিয়া, https://www.bbc.com/bengali/news-54878888.amp
Comments