top of page

ডঃ মেঘনাদ সাহা

Updated: Jun 4, 2023

১৯২০ সালে মেঘনাদ সাহার তাপীয় আয়নায়নের সমীকরণ ( আয়নাইজেশান ইকুয়েশান ) প্রকাশিত হবার পর থেকে ১৯৩৮ সাল পর্যন্ত জ্যোতিঃ পদার্থবিজ্ঞানে যত গবেষণা হয়েছে তাদের প্রায় সবগুলোই সাহার সমীকরণ দ্বারা প্রভাবিত।
 
ডঃ মেঘনাদ সাহা
মেঘনাদ সাহা

মেঘনাদ সাহা এফআরএস (অক্টোবর ৬, ১৮৯৩ – ফেব্রুয়ারি ১৬, ১৯৫৬) ছিলেন একজন জ্যোতির্পদার্থবিজ্ঞানী যিনি পদার্থবিজ্ঞানে থার্মাল আয়নাইজেসন তত্ত্বের প্রতিষ্ঠাতা হিসেবে বিখ্যাত। তাঁর আবিষ্কৃত সাহা আয়োনাইজেসন সমীকরণ নক্ষত্রের রাসায়নিক ও ভৌত ধর্মাবলি ব্যাখ্যায় ব্যবহৃত হয়। শুধু ভারতীয় উপমহাদেশে নয় – সমগ্র বিজ্ঞানের জগতে আধুনিক জ্যোতিঃপদার্থবিজ্ঞানের ভিত্তি গড়ে উঠেছে যে ক’জন মানুষের মৌলিক তত্ত্বের ওপর – অধ্যাপক মেঘনাদ সাহা তাঁদের অন্যতম। ১৯২০ সালে মেঘনাদ সাহার তাপীয় আয়নায়নের সমীকরণ ( আয়নাইজেশান ইকুয়েশান ) প্রকাশিত হবার পর থেকে ১৯৩৮ সাল পর্যন্ত জ্যোতিঃ পদার্থবিজ্ঞানে যত গবেষণা হয়েছে তাদের প্রায় সবগুলোই সাহার সমীকরণ দ্বারা প্রভাবিত। নরওয়ের বিখ্যাত জ্যোতিঃপদার্থবিজ্ঞানী সেভিন রোজল্যান্ড অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে প্রকাশিত তাঁর বিখ্যাত "থিওরেটিক্যাল_এস্ট্রোফিজিক্স” বইতে স্পষ্টভাবে উল্লেখ করেছেন এ’কথা। “সাইক্লোট্রন যন্ত্র ” যা দিয়ে আধুনিক পদার্থবিজ্ঞানের পারমাণবিক তত্ত্ব থেকে শুরু করে বিগ-ব্যাং থিওরির পরীক্ষণ পর্যন্ত সহজ হয়ে উঠেছে সেই যুগান্তকারী আবিষ্কারক নোবেলবিজয়ী আর্নেস্ট লরেন্স সহ অসংখ্য বিশ্ববিখ্যাত বিজ্ঞানীর শ্রদ্ধা ও ভালবাসা অর্জনকরেছেন মেঘনাদ সাহা তাঁর কাজের মধ্য দিয়ে।

ছাত্রাবস্থায় ডঃ মেঘনাদ সাহা
ছাত্রাবস্থায় ডঃ মেঘনাদ সাহা

মেঘনাদ সাহার জন্ম ৬ অক্টোবর, ১৮৯৩ খ্রিষ্টাব্দে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার শেওড়াতলী গ্রামে। তার পিতার নাম জগন্নাথ সাহা ও মায়ের নাম ভুবনেশ্বরী দেবী।মেঘনাদ তাদের পঞ্চম সন্তান ছিল। জগন্নাথ সাহা ছিলেন একজন মুদি দোকানি। ছোটবেলা থেকেই তাই টানাটানির সংসারে তাকে মানুষ হতে হয়েছিল। গ্রামের টোলে মেঘনাদের পড়ালেখার সূচনা হয়। গ্রামটিতে তৃতীয় শ্রেণির উপরে পড়ালেখার কোনো স্কুল ছিল না। কিন্তু মেঘনাদের ইতিহাস আর গণিতের সাফল্যে তার শিক্ষকেরা তাকে একটি ইংরেজি স্কুলে পাঠানোর সুপারিশ করেন। অর্থাভাবে বহু প্রতিকূলতার মাঝে তিনি ঢাকা কলেজিয়েট স্কুলে তার স্কুলশিক্ষা সম্পন্ন করেন এবং পরে ঢাকা কলেজে অধ্যায়ন করেন। তিনি কলকাতা প্রেসিডেন্সি কলেজে সত্যেন্দ্রনাথ বসু ও প্রশান্তচন্দ্র মহালনবিশের সহপাঠী এবং আচার্য জগদীশচন্দ্র বসু ও আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের ছাত্র ছিলেন।


মেঘনাদসাহার গবেষণার বিষয়গুলো ছিলো পরমাণু বিজ্ঞান, আয়ন মণ্ডল, পঞ্জিকা সংস্কার, বন্যা প্রতিরোধ ও নদী পরিকল্পনা। তাঁর তাপীয় আয়নবাদ (Thermal Ionaisation) সংক্রান্তথিওরি আবিষ্কার জ্যোতির্পদার্থবিজ্ঞানে গুরুত্তবপুর্ন ভূমিকারাখে। আলবার্ট আইনস্টাইন মেঘনাদ সাহা সম্পর্কে বলেছিলেন ‘Dr M.N Shaha has won an honored name in the whole scientific world’

দ্য প্রিন্সিপ্‌ল অব রিলেটিভিটিট্রিটিজ অন হিটট্রিটিজ অন মডার্ন ফিজিক্স জুনিয়র টেক্সটবুক অফ হিট উইথ মেটেরিওলজি তাঁর রচিত বই।


ডঃ মেঘনাদ সাহা এবং তাঁর কাজ নিয়ে যারা থিসিস করছেন তাদের জন্য সহায়ক হিসেবে এই PDF ফাইলটি দেওয়া হলোঃ

 

শব্দঃ ৩৪৪

 

Comments


bottom of page