

ব্রাহ্ম সমাজের প্রথম বিধবা বিবাহ
হেমন্তশশী গুপ্ত ছিলেন সেই দৃঢ়প্রতিজ্ঞ আগ্রনী নারী, যিনি বিধবা হয়ে এক বিপ্লবিক সিদ্ধান্তে পুনরায় বিবাহ করেন ১৮৯০ সালে, এটাই ছিলো ভারতবর্ষে...
২৪ views
রবীন্দ্রনাথ ঠাকুর
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।
চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস, আমার প্রাণে বাজায় বাঁশি ॥
ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে,
মরি হায়, হায় রে—
ও মা, অঘ্রানে তোর ভরা ক্ষেতে আমি কী দেখেছি মধুর হাসি ॥
কী শোভা, কী ছায়া গো, কী স্নেহ, কী মায়া গো—
কী আঁচল বিছায়েছ বটের মূলে, নদীর কূলে কূলে।
মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো,
মরি হায়, হায় রে—
মা, তোর বদনখানি মলিন হলে, ও মা, আমি নয়নজলে ভাসি >>