ইংরেজী নববর্ষে ইসলামিক দিনক্ষন
- এডিট ডেস্ক
- Jan 1, 2020
- 2 min read
Updated: Jun 4, 2023
জেনে নেই আরবি ক্যালেন্ডার এর খুটিনাটি । ইসলামী উৎসব এবং হজ্ব ও ওমরা'র দিন ক্ষন নির্ধারনে ইসলামিক বর্ষপঞ্জি ব্যবহার হয়।

- ১২ মাসে এক ইসলামিক বছর
- ইসলামিক বছর শুরু হয় মহররম মাস দিয়ে
- প্রতি মাসের অর্থ এবং বিধিনিষেধ নিচে বর্ননা করা হয়েছে
- মুসলিম বর্ষপঞ্জি তে আজ ০৭ /জমাদিউল আউয়াল /১৪৪১
- ইংরেজি ক্যালেন্ডারে আজ নতুন বছরের তৃতীয় দিন ০৩/জানুয়ারী /২০২০
মুহররম অর্থ নিষিদ্ধঃ এই মাসে যুদ্ধ নিষিদ্ধ (হারাম) বিধায় এটি পবিত্র মাস বলে বিবেচিত। এ মাসে ১০ম দিনে আশুরা পালিত হয়।
সফর অর্থ রিক্ত, শূণ্যঃ এ মাসে এরূপ নামকরণের কারণ সম্ভবত এটি যে, প্রাক-ইসলামিক যুগে আরবীয় ঘর-বাড়ি এই সময়ে শূণ্য থাকতো যখন গৃহস্থরা খাবার সংগ্রহ করতো। অন্যমতে, তারা তাদের শত্রুদের যুদ্ধে পরাজিত করে সবকিছু লুট করে নিয়ে যেত বলে এ মাসের নাম সফর।
রবিউল আউয়াল অর্থ প্রথম বসন্তঃ অন্য অর্থ চারণ, কেননা এই সময়ে গবাদি পশু চারণ করা হতো। মাসটি মুসলমানদের জন্য পবিত্র একটি মাস বলে বিবেচিত কারণ হযরত মুহাম্মদ (স.) এই মাসে জন্মগ্রহণ করেন।
রবিউস সানি অর্থ দ্বিতীয় বসন্ত
জমাদিউল আউয়াল অর্থ প্রথম শুকনো ভূমিখণ্ডঃ প্রাক-ইসলামিক গ্রীষ্মকাল হিসেবে বিবেচিত।
জমাদিউস সানি দ্বিতীয় শুকনো ভূমিখণ্ড
রজব অর্থ শ্রদ্ধা, সম্মানঃ এটি আরবি বছরের দ্বিতীয় মাস যখন যুদ্ধ নিষিদ্ধ। 'রজব' শব্দের অন্য অর্থ 'সরিয়ে নেওয়া', কেননা প্রাক-ইসলামিক যুগে আরবরা এ মাসে যুদ্ধ থেকে বিরত থাকার জন্য বর্শার মাথা সরিয়ে রাখতো।
শা'বান অর্থ বিক্ষিপ্তঃ এর নামকরণের সম্ভাব্য কারণ এ মাসের পানির অভাব। তৎকালীন আরবেরা এ মাসে পানির সন্ধানে চারদিকে ছড়িয়ে পড়তো। তাই এর নাম 'শাবান'। এর অন্য অর্থ দুইয়ের মাঝামাঝি, কেননা এটি রজব এবং রমজান মাসের মাঝখানে।
রমজান অর্থ দহনঃ দহন বলতে উপবাস বা রোজাকে বোঝানো হয়েছে, কেননা উপবাস বা রোজার মাধ্যমে ব্যক্তির পার্থিব লালসা দগ্ধ হয়। রমজান মুসলমানদের অন্যতম পবিত্র মাস। মুসলমানদের বিশ্বাস অনুযায়ী এ মাসে পবিত্র কুরআন নাজিল হয়। এ মাসে মুসলমানদেরকে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত বাধ্যতামূলক রোজা রাখতে হয়।
শাওয়াল অর্থ উত্থিতঃ এ নামের কারণ এই সময়ে স্ত্রী-উট বাচ্চা প্রসব করে এবং লেজ উত্থিত করে।
জ্বিলকদ অর্থ সাময়িক যুদ্ধবিরতির মাসঃ এ মাসে যুদ্ধ নিষিদ্ধ, তবে আক্রান্ত হলে আত্মরক্ষা বৈধ।
জ্বিলহজ্জ অর্থ হজ্জের মাসঃ এই মাসে মুসলমানরা মক্কায় কাবার উদ্দেশ্যে হজ্জ করতে যায়। এ মাসের ৮, ৯ ও ১০ তারিখে হজ্জ হয়। ঈদুল আযহা এই মাসের ১০ তারিখে শুরু হয় এবং ১২ তারিখ সূর্যাস্তের সাথে সাথে শেষ হয়। এই মাসে যুদ্ধ নিষিদ্ধ।
মুসলিম বর্ষপঞ্জির ইতিহাস
ইসলামি বা মুসলিম বর্ষপঞ্জি একটি চন্দ্রনির্ভর বর্ষপঞ্জি। বিভিন্ন মুসলিম দেশ এই বর্ষপঞ্জি অনুসরণ করে, আর পৃথিবীব্যাপী মুসলমানগণ অনুসরণ করেন ইসলামের পবিত্র দিনসমূহ উদযাপনের জন্য। ইসলাম ধর্মের শেষ বাণীবাহক মুহাম্মদ(সাঃ) মক্কার ক্বুরায়েশদের দ্বারা নির্যাতিত হয়ে মক্কা থেকে মদীনা চলে যান। তার এই জন্মভূমি ত্যাগ করার ঘটনাকে ইসলামে 'হিজরত' আখ্যা দেয়া হয়। রাসুল মুহাম্মদ (সা:)-এর মক্কা থেকে মদিনায় হিজরতের ঘটনাকে চিরস্মরণীয় করে রাখার উদ্দেশ্যেই হিজরী সাল গণনার সূচনা।
ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর (রা:)-এর শাসনামলে ১৭ই হিজরী অর্থাৎ রাসুল মুহাম্মদ (সা:)-এর মৃত্যুর সাত বছর পর চন্দ্র মাসের হিসাবে এই পঞ্জিকা প্রবর্তন করা হয়। হিজরতের এই ঐতিহাসিক তাৎপর্যের ফলেই হযরত ওমর রা. এর শাসনামলে যখন মুসলমানদের জন্য পৃথক ও স্বতন্ত্র পঞ্জিকা প্রণয়নের কথা উঠে আসে তখন তারা সর্বসম্মতভবে হিজরত থেকেই এই পঞ্জিকার গণনা শুরু করেন। যার ফলে চন্দ্রমাসের এই পঞ্জিকাকে বলা হয় ‘হিজরী সন’।
শব্দঃ ৫০০
ছবি,তথ্য সূত্র: https://bn.wikipedia.org/wiki/ইসলামি_বর্ষপঞ্জি , নেট
Opmerkingen