জগন্নাথ হল ট্রাজেডি দিবস
- এডিট ডেস্ক
- Oct 15, 2020
- 1 min read
Updated: Jun 4, 2023

১৯৪৭ সালে এটি ছিল পুর্ব পাকিস্থানের ‘পরিষদ ভবন’ বা ‘অ্যাসেম্বলি হল' । ১৯৬৩ থেকে জগন্নাত হলের আবাসিক রুম হিসাবে অন্তর্ভুক্তি । ১৯৭১ এ দেশ স্বাধীনের পর শহীদ আবাসিক শিক্ষক অনুদ্বৈপায়ন ভট্টাচার্যের নামে এর নামকরণ হয় ‘অনুদ্বৈপায়ন ভবন’। বর্তমানে এখানে ‘অক্টোবর স্মৃতিভবন’ দাঁড়িয়ে আছে।
১৯৮৫ সালে দুর্ঘটনার অনেক আগেই, প্রায় ১৫০ বছরের পুরানো ভবনটিকে বসবাসের অযোগ্য বলে ঘোষণা করা হয়েছিল। ১৯৮৫ সালের ১৫ অক্টোবর, ঝড়-বৃষ্টির ওই রাতে, সাড়ে ৮টা থেকে মুক্তিযুদ্ধের উপর রচিত জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘শুকতারা’ টিভিতে প্রচারিত হচ্ছিল। সেই নাটকে আবার অভিনয় করেছিলেন সেই জগন্নাথ হলেরই ছাত্র শুভ্র দেব।

বৈরী আবহাওয়া উপেক্ষা সমবেত হয় বহু ছাত্র নাটক দেখার জন্য । ঠিক রাত প্রায় পৌনে ৯টার দিকে রুগ্ন ভগ্নপ্রায় ভবনটির ছাদ ছাত্রদের ওপর ভেঙে পড়ে এবং ঘটে যায় এই মর্মান্তিক ট্রাজেডি। ৩৯ জন নিহত হন। নিহতের মধ্যে ২৫ জন বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং ১৪ জন কর্মচারী ও অতিথি ছিলেন। মর্মান্তিক এই ঘটনার স্মরনে পরের বছর থেকেই ১৫ই অক্টোবর পালিত হয় 'ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস' হিসেবে। সেদিনের সকল নিহত-আহতের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই।
শব্দঃ ১৬১
তথ্য ও ছবিঃ নেট
Comments